
প্রকাশিত: Wed, Dec 14, 2022 2:53 PM আপডেট: Wed, May 14, 2025 3:10 PM
আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার পথে রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় দুই বন্ধু নিহত
মাসুদ আলম: রাজধানীর কলাবাগান শেখ রাসেল স্কয়ার মোড়ে কাভার্ডভ্যান চাপায় রিকশার ২ আরোহী নিহত হয়েছেন। তারা হলেন জাকির হোসেন (৩৫) ও জন বিশ্বাস (৩৭)। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। কলাবাগান থানার এসআই মিনহাজ উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে শেখ রাসেল স্কয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান রিকশাকে চাপা দিয়ে অস্থায়ী ট্রাফিক পুলিশবক্স ঢুকে যায়। এতে রিকশাআরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত রিকশাচালক খোকন মিয়াকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার পা ও হাত ভেঙে গেছে। আহত আরও একজনকে গণস্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়েছিল।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। ভ্যানটি জব্দ করা হয়।
নিহত জাকিরের মামা আব্দুর রহিম বলেন, রাতে বিশ্বকাপ খেলা দেখার জন্য বন্ধুর সঙ্গে রিকশায় করে টিএসসিতে যাচ্ছিল জাকির। পথে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় সাকসেস ডেন্টাল নামে একটি ল্যাবরেটরির টেকনিশিয়ান ছিলেন তিনি। ওই ল্যাবেই থাকতেন। জাকিরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা গ্রামে বাড়ি দিনাজপুর জেলার জেলার খানসামা থানার গোয়ালডিহি থাকেন। নিহত জনের ফুপাতো ভাই রাজু আহমেদ বলেন, জন বিশ্বাসও সাকসেস ডেন্টাল ল্যাবরেটরির টেকনিশিয়ান ছিলেন। ওই ল্যাবেই থাকতেন। তাদের বাড়ি খুলনা জেলার দাকোপ থানার লাউডোব গ্রামে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা গ্রামের বাড়িতে থাকেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব